নোবিপ্রবিতে ‘বিশ্ব ফার্মাসিস্ট ডে’ উদযাপন
প্রকাশিত : ২০:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২২
নোবিপ্রবিতে ‘বিশ্ব ফার্মাসিস্ট ডে’ ২০২২ উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগ।
এ উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীরা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে। ‘বিশ্ব ফার্মাসিস্ট ডে’ ২০২২ এর প্রতিপাদ্য ছিল “ফার্মেসি ইউনাইটেড ইন এ্যাকশন ফর হেলদিয়ার ওয়ার্ল্ড”। র্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে নোবিপ্রবি শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘নোবিপ্রবি ফার্মেসি বিভাগ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মধ্যে অন্যতম। এখানকার শিক্ষার্থীরা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও শিক্ষা এবং গবেষণায় সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। ফার্মেসি পেশার সাথে যেহেতু জীবন-মৃত্যুর বিষয় জড়িত, সেক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীদের গবেষণায় আরো মনোনিবেশ করতে হবে’।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
আরও বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোজ্জামেল হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নোয়াখালী জেলার সহকারী পরিচালক মো. শেখ আহসান উল্ল্যাহসহ ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।
কেআই//
আরও পড়ুন